![]() |
| Pre Vs Code |
preআরcodeদুইটার কাজই এক। পার্থক্যটা হয়displayপ্রোপার্টিতে।
আমরা
pre আর code দুটো ট্যাগই মূলত ব্যবহার করি ওয়েবপেজে কোড দেখানোর ক্ষেত্রে। pre হলো “Preformatted Text” এর সংক্ষিপ্ত রূপ। আর code তো code-ই। সেক্ষেত্রে code ট্যাগটি সিমানটিক্যালি pre এর চাইতে ভালো।দুজনের কাজই কোড উল্লেখ হলেও কাজের ক্ষেত্রটা কিন্তু এক না। এদের মূল পার্থক্য হলো:
preট্যাগের display প্রোপার্টি ভ্যালু block সেট করা থাকে। অর্থাৎ display: block;codeট্যাগের ক্ষেত্রে display: inline;
অর্থাৎ:
এই যেমন আমি উপরের কোড বক্সটা দিলাম, এটা আমি দিয়েছি একটা
তো আমরা চাইলে কিন্তু
আসসালামু আলাইকুম।
pre {
display: block;
}
code {
display: inline;
}
( display প্রোপার্টি সম্বন্ধে ধারণা না থাকলে এই আর্টিকেলটা দেখ: CSS Layout - The display Property )
এই যেমন আমি উপরের কোড বক্সটা দিলাম, এটা আমি দিয়েছি একটা
pre ট্যাগের ভিতরে। আর এই যে মাত্র লাল রং দিয়ে pre লিখলাম, এটা করেছি code ট্যাগের সাহায্যে। ( তোমরা চাইলে ব্রাউজারে ইনস্পেক্ট করে দেখতে পার )তো আমরা চাইলে কিন্তু
code ট্যাগটাকে pre-এর মতো করে ব্যবহার করতে পারি খুব সহজেই:
code {
display: block;
}
আশা করি এখন ব্যাপারটা পরিষ্কার, রাইট? কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পার।😊আসসালামু আলাইকুম।

Post a Comment