জাভাস্ক্রিপ্ট বাংলা বই , জাভাস্ক্রিপ্ট pdf download , বাংলায় জাভাস্ক্রিপ্ট টিউটরিয়াল , জেএস টিউটোরিয়াল , javascript tutorial bangla , javascript tutorial bengali , js tutorial bangla , javascript course in bangla , javascript bangla tutorial pdf free download
জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল : আউটপুট

“Hello World”— প্রোগ্রামিং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটা না করে কোনো প্রোগ্রামিং  ল্যাং শেখা শুরু সমীচীন নহে। তাই আমাদের টিউটোরিয়ালও শুরু হবে এটা দিয়েই।

জাভাস্ক্রিপ্ট তোমার কম্পিউটারে আলাদা করে ইনস্টল করা লাগবে না কিন্তু; তোমার ব্রাউজারের সাথে ইতোমধ্যে তা ইনস্টল করাই আছে।

তোমার ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারে ঢুকে কিবোর্ডে চাপ দাও Ctrl+Shift+I
সঙ্গে সঙ্গে একটি কেমন ধরণের জিনিস ভেসে উঠবে। নিচে তাকিয়ে দেখবে Console নামে একটা জিনিস লেখা আছে, সম্ভবত একটি ট্যাব। ওটাতে ক্লিক কর। কাজ শেষ! টিউটোরিয়ালের প্রথমদিকে আমরা এখানেই কোড করব।
এখন কনসোলে লেখ: console.log("Hello World");
আউটপুট আসবে নিচের মতো:
Input:
console.log("Hello World");
Output:
Hello World

কী সুন্দর আউটপুট! প্রাণটা জুড়িয়ে গেল।♥
তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেলেছ, হুম? এ নিয়ে গর্ব করতে পার। আচ্ছা এখন তোমরা কনসোলে প্রিন্ট করাও “I am a Good Boy/Girl.”   এছাড়াও তোমাদের খেয়ালখুশি মতো যা ইচ্ছা প্রিন্ট করাও!

ঠিক আছে, তাহলে পরের টিউটোরিয়ালের জন্য রেডি থাক।
আসসালামু আলাইকুম।♥

# Learn JavaScript
# Learn JS
# JavaScript Tutorial
# JavaScript Course
# JS Tutorial Bangla
# জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল
# জাভাস্ক্রিপ্ট আউটপুট

1 Comments

Post a Comment

Previous Post Next Post