জাভাস্ক্রিপ্ট বাংলা বই , জাভাস্ক্রিপ্ট pdf download , বাংলায় জাভাস্ক্রিপ্ট টিউটরিয়াল , জেএস টিউটোরিয়াল , javascript tutorial bangla , javascript tutorial bengali , js tutorial bangla , javascript course in bangla , javascript bangla tutorial pdf free download
জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল : ভ্যারিয়েবল

জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল?
ওহ্, এটা তো খুব সোজা! দাঁড়াও ভ্যারিয়েবল কী জিনিস এটা আগে বুঝিয়ে নিই:

বীজগণিতে আমরা যে x, y, z চলক (ইংরেজিতে Variable) পড়ি প্রোগ্রামিংয়ের ভ্যারিয়েবলও সেরকম। এটা কোনো মানকে বহন করে।
# In Algebra:
x = 15
# In JavaScript:
var x = 15;

দেখলে কত মিল?
জাভাস্ক্রিপ্টে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে তোমাকে var কিওয়ার্ডের পর ভ্যারিয়েবলের একটি নাম দিতে হবে। এরপর চাইলে তুমি ইকুয়াল(=) চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলটির একটি মান দিতে (অ্যাসাইন) পার বা নাও দিতে পার অথবা পরে দিতে পার।
# Input:
var a;
var age;
age = 14;
console.log(a);
console.log(age);

# Output:
undefined
14

age এর মান 14 আসলেও a এর মান এসেছে undefined ! কেন? কারণ আমরা a-তে কোনো মান অ্যাসাইন করি নি। যেসব ভ্যারিয়েবলে কোনো মান অ্যাসাইন করা হবে না সেসবের মান জাভাস্ক্রিপ্টে By Default undefined থাকে।

তোমাদের হোমওয়ার্ক এখন a ভ্যারিয়েবলটিতে তোমাদের পছন্দমত কোনো সংখ্যা অ্যাসাইন করে তা কনসোলে প্রিন্ট করা এবং country নামে নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা।


আসসালামু আলাইকুম।♥

# Learn JavaScript
# Learn JS
# JavaScript Tutorial
# JavaScript Course
# JS Tutorial Bangla
# জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল
# জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল

Post a Comment

Previous Post Next Post